ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আক্রান্ত কিনা নিশ্চিত হতে এবার ইমরান খানের করোনা টেস্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, এপ্রিল ২২, ২০২০
আক্রান্ত কিনা নিশ্চিত হতে এবার ইমরান খানের করোনা টেস্ট

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা নিশ্চিত হতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নমুনা সংগ্রহ করা হয়েছে। সম্প্রতি করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে যাওয়ার সূত্র ধরেই তাকে এ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসক। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বুধবার (২২ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য ইমরান খানের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই দিনে পরীক্ষার ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।

 
 
খবরে বলা হয়, গত ১৫ এপ্রিল রাষ্ট্রীয় করোনা তহবিলে ১ কোটি রুপি সহায়তা দিতে ইমরান খানের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন দেশটির বিশিষ্ট সমাজসেবী ফয়সাল আধি। ইমরান খান সে সময় ফয়সালের কাছ থেকে চেক গ্রহণ করেন।  

এদিকে এরই মাঝে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) করোনা আক্রান্ত হয়েছেন বলে জানান ফয়সাল আধি। ৪ দিন ধরে তার করোনার বিভিন উপসর্গ দেখা দিয়েছে বলে জানান তিনি। পরে পরিস্থিতির অবনতি হলে টেস্ট করান এবং করোনা পজিটিভ আসে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।