ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে করোনা আক্রান্ত ১৫ ইতালিয়ান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, মার্চ ৪, ২০২০
ভারতে করোনা আক্রান্ত ১৫ ইতালিয়ান

ভারতে বেড়াতে আসা ইতালির ১৫ নাগরিকের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে।

এনডিটিভি জানাচ্ছে, গত মাসে ভারতের বেড়াতে আসে ইতালির ২৩ পর্যটকের দল। জয়পুর বেড়ানো সময় তাদের একজনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের প্রমাণ মেলে।

তাকে পৃথকভাবে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া তার স্ত্রীকেও কড়া নজরদারিতে রাখা হয়েছে।

বাকি ২১ জনকে দিল্লির আইটিবিপি পৃথকীকরণ কেন্দ্রে রাখা হয়েছিল। পরে তাদের শারীরিক পরীক্ষা করে করোনা ভাইরাস পাওয়া গেছে।  

ভারতে নতুন করে আরও এক করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। এ নিয়ে দেশটিতে মোট ২৮ জনের শরীরে করোনা পাওয়া গেল।

চিনেই প্রথমে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, ইরানসহ ৬০টিরও বেশি দেশে। ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫২। সংক্রমণের শিকার প্রায় ২ হাজার।  

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।