ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মধ্য প্রদেশে মালবাহী দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, মার্চ ১, ২০২০
মধ্য প্রদেশে মালবাহী দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩ ছবি: সংগৃহীত

ভারতের মধ্য প্রদেশের সিংরাওলি জেলায় মালবাহী দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

রোববার (০১ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

রোববার ভোর ৫টার দিকে মধ্য প্রদেশের সিংরাওলিতে ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তিনজনের প্রাণহানি হয়েছে।

একটি ট্রেন এনটিপিসি প্ল্যান্টের জন্য কয়লা বহন করছিল এবং অন্যটি খালি ছিল। নিহত তিনজনের মধ্যে দু’টি ট্রেনের চালকরা রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।