ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাবজির নেশায় ‘অপহরণ নাটক’ সাজিয়ে মুক্তিপণ দাবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, অক্টোবর ১৫, ২০১৯
পাবজির নেশায় ‘অপহরণ নাটক’ সাজিয়ে মুক্তিপণ দাবি ছবি: সংগৃহীত

নিজের অপহরণের নাটক সাজিয়ে মা-বাবার কাছে মুক্তিপণ চেয়েছে ভারতের ১৬ বছর বয়সী এক কিশোর।

সোমবার (১৪ অক্টোবর) দেশটির হায়দ্রাবাদের একটি বাস টার্মিনাল থেকে ছেলেটিকে উদ্ধার করেছে পুলিশ। তারা জানায়, সে পাবজি গেমে আসক্ত।

হিন্দুস্তান টাইমের এক প্রতিবেদনে বলা হয়, ছেলেটি নিজের অপহরণ নাটক সাজিয়ে বাবা-মায়ের কাছে তিন লাখ রুপি মুক্তিপণ দাবি করেছিল। ভিন্ন ফোন নাম্বার থেকে সে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে।  

রোববার (১৩ অক্টোবর) মুক্তিপণ দাবি করার পর ছেলেকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হন ভুক্তভোগী বাবা-মা। কিন্তু, তদন্তে নেমে সন্দেহ হয় পুলিশের। পরদিন হায়দ্রাবাদ শহরের বাস টার্মিনাল থেকে তাকে উদ্ধার করা হয়। সে অন্ধ্রপ্রদেশে দাদাবাড়ির উদ্দেশে রওনা হচ্ছিল।  

ছেলেটি জানায়, মা মোবাইল কেড়ে নেওয়ার পরই তার মাথায় অপহরণ নাটকের ধারণা আসে। মুক্তিপণের টাকায় নতুন মোবাইল কিনে আবারও পাবজি খেলার পরিকল্পনা ছিল তার।  

কিশোরটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
কেএসডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।