ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ওয়াশিংটনে বন্দুকধারীর হামলা, নিহত ১, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, সেপ্টেম্বর ২০, ২০১৯
ওয়াশিংটনে বন্দুকধারীর হামলা, নিহত ১, আহত ৫ ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম ও তদন্ত শুরু করেছে

ওয়াশিংটনের একটি সড়কে বন্দুকধারীর হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ওয়াশিংটন ডিসির উত্তর দিকের পার্শ্ববর্তী ১৪ নম্বর ও কলাম্বিয়া সড়কে ওই হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

এখন পর্যন্ত হামলার বিস্তারিত জানা যায়নি।  মাইক্রোব্লগিং সাইট টুইটারে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে অভিযান শুরু করেছে। গুলিবিদ্ধদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে ঘটনার বিস্তারিত জানতে কথা বলছে। এছাড়া আশপাশের সিসি ক্যামেরা ফুটেজগুলোও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।