ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মোদীকে ভারত ‘রাষ্ট্রের জনক’ বললেন ফাড়নবিসপত্নী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, সেপ্টেম্বর ১৮, ২০১৯
মোদীকে ভারত ‘রাষ্ট্রের জনক’ বললেন ফাড়নবিসপত্নী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘রাষ্ট্রের জনক’ বলে আখ্যা দিয়েছেন তার দল বিজেপির নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিসের স্ত্রী অম্রুতা ফাড়নবিস। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা-বিদ্রুপের ঝড় বইছে।

ভারতের ‘জাতির জনক’ মহাত্মা গান্ধী হলেও মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মোদীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাতে পোস্ট করা এক টুইটে তাকেই ‘রাষ্ট্রের জনক’ বলে ফেলেন অম্রুতা ।

ফাড়নবিসপত্নী বলেন, ‘উন্নত সমাজ গঠনে নিরলস কাজের মাধ্যমে যিনি আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছেন, আমাদের দেশের জনক নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের শুভেচ্ছা।


 
অম্রুতার এমন কাণ্ডে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে তার টুইটেই ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর কথা স্মরণ করিয়ে দেন।  

এক টুইটার ব্যবহারকারী বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী কবে রাষ্ট্রের জনক হলেন এবং কীভাবে? নজিরবিহীনভাবে বেকারত্ব বৃদ্ধি আর অর্থনীতির নিম্নমুখিতায় কীভাবে সমাজের উন্নতি হলো?

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।