ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কঙ্গোতে নৌকা ডুবে ৩৬ যাত্রীর মৃত্যুর আশঙ্কা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, সেপ্টেম্বর ১৬, ২০১৯
কঙ্গোতে নৌকা ডুবে ৩৬ যাত্রীর মৃত্যুর আশঙ্কা কঙ্গো নদীতে চলাচল করা অতিরিক্তি যাত্রীবোঝাই এবং ঝুঁকিপূর্ণ একটি নৌকা, ছবি: সংগৃহীত

ঢাকা: ডিআর কঙ্গোর কঙ্গো নদীতে নৌকা ডুবে অন্তত ৩৬ যাত্রী নিখোঁজ হয়ে গেছেন। তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইতোমধ্যেই নৌকাটির ৭৬ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) ভোরে নৌকাটি দেশের মাই ডোমবে প্রদেশ থেকে দক্ষিণে রাজধানী কিনশাসার দিকে যাওয়া অবস্থায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নৌকাটিতে থাকা যাত্রীদের বেশির ভাগই সাঁতার জানতেন না।

এমনকি তাদের পরনে লাইফ জ্যাকেটও ছিল না।

ডুবে যাওয়া নৌকাটি ১৩০ ফুট লম্বা হবে। এখন পর্যন্ত নৌকাটি ডুবে যাওয়ার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ নৌকা ব্যবহার করা এবং অতিরিক্ত যাত্রী তোলার কারণে এ ঘটনা ঘটেছে।

এদিকে, সংশ্লিষ্ট প্রতিনিধিরা বলছেন, অনিরাপদ ব্যবস্থার কারণে কঙ্গোর নদীপথে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।