ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কঙ্গোতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত অন্তত ৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৪, সেপ্টেম্বর ১৩, ২০১৯
কঙ্গোতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত অন্তত ৫০

আফ্রিকার দেশ কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলের তানগানইকা প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে প্রদেশের মায়িবারিদি শহরে ওই দুর্ঘটনা ঘটে বলে রয়টার্স জানায়।
 
কঙ্গোর হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী স্টিভ এমবিকায়ি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেন।

সেখানে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।  

মন্ত্রী লেখেন, সরকারের পক্ষ থেকে আমি দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।  

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।