ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

হার্ট অ্যাটাকে সুষমা স্বরাজের জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৮, আগস্ট ৭, ২০১৯
হার্ট অ্যাটাকে সুষমা স্বরাজের জীবনাবসান

ভারতের বিগত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও বিজেপির বর্ষিয়ান নেত্রী সুষমা স্বরাজ হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউটে তার জীবনাবসান হয়। সুষমার বয়স হয়েছিল ৬৭ বছর।

হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউটের চিকিৎসকরা।  

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। হাসপাতালে আনার পর তার চিকিৎসায় জরুরি মেডিক্যাল টিমও গঠন করা হয়। তবে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

মৃত্যুর মাত্র তিন ঘণ্টা আগেই কাশ্মীর ইস্যুতে মোদী সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে টুইট করেছিলেন সুষমা স্বরাজ। সেখানে তিনি লেখেন, প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমার জীবনকালে এটি দেখে যাবো বলেই অপেক্ষা করছিলাম।

এদিকে দলের বর্ষিয়ান এ নেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা। সিনিয়র এ নেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির অন্যান্য রাজনৈতিক দলের নেতাসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই হাসপাতালে ভিড় জমাতে শুরু করেছেন রাজনৈতিক নেতাসহ সাধারণ মানুষ।

আরও পড়ুন>>>সুষমা স্বরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।