ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ফের বিয়ে করবেন পুতিন!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, ডিসেম্বর ২১, ২০১৮
ফের বিয়ে করবেন পুতিন! ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবার বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলে আভাস পাওয়া গেছে। তবে কাকে এবং কবে নাগাদ তিনি বিয়ে করবেন তা স্পষ্ট করে জানাননি।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এক বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন এমনটাই আভাস দিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।

বিয়ে নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে হাসিমুখে তিনি বলেন, একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে আমি আবার বিয়ে করতেই পারি।

১৯৮৩ সালে লুদমিলাকে বিয়ে করেন রুশ প্রেসিডেন্ট। ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়। পুতিন ও লুদমিলার দুই মেয়ে রয়েছে।  

লুদমিলার সঙ্গে বিচ্ছেদের পর গুঞ্জন শোনা গেছে অলিম্পিকের সাবেক শরীরকলাবিদ অ্যালিনা কাবেভার সঙ্গে পুতিনের সম্পর্ক রয়েছে। তবে পুতিন একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।