ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতীয় রুপির রেকর্ড দরপতন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, জুন ২৮, ২০১৮
ভারতীয় রুপির রেকর্ড দরপতন প্রতীকী ছবি

ভারতের মুদ্রাবাজারে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন) প্রতি ডলারের বিনিময় হার ৬৮ দশমিক ৯৫ রুপিতে নেমে এসেছে।

ভারতের পুঁজিবাজারে স্মরণকালের ভয়াবহতম দরপতন হয় বৃহস্পতিবার। এর আগে ২০১৬ সালের ২৪ নভেম্বর রুপির বিনিময়মূল্য সর্বনিম্ন ৬৮ দশমিক ৮৬ ডলারে নেমে গিয়েছিল।

জুন ক্লোজিংয়ে আমদানিকারক ও ব্যাংকে ডলারের অতিরিক্ত চাহিদা রুপির বিনিময়মূল্য কমাতে ভূমিকা রেখেছে। রুপির আরও দরপতন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকেরা।

এ অবস্থা চলতে থাকলে ভারতের অর্থনীতিকে কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে এবং বিশ্ববাজারে তাদের অবস্থা খুবই নড়বড়ে হবে।

তবে ব্যবসায়ীরা আশা করছেন, এই দরপতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।