ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ৫ তৃণমূল নেতাসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, জুন ২৭, ২০১৮
পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ৫ তৃণমূল নেতাসহ নিহত ৬ ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ তৃণমূল নেতাসহ ছয় জন নিহত হয়েছেন।

বুধবার (২৭ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় জেলার পূর্ব মেদিনীপুরের মারিশদায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে মুর্শিদাবাদের কান্দি থেকে একটি গাড়ি মারিশদায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে।

এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

নিহতদের মধ্যে রয়েছেন, কান্দি ব্লকের কৃষি কর্মকর্তা হায়দার আলী, পুরন্দরপুরের পঞ্চায়েত সভাপতি সমরনাথ ঘোষ, পঞ্চায়েত সদস্য দেবসাগর দে, কান্দি ব্লকের পূর্ত কর্মকর্তা কালাম এবং পুরন্দরপুর অঞ্চল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া অসিত দাস। এরমধ্যে চারজন কান্দি পঞ্চায়েত সমিতির নির্বাচনে জয় পেয়েছিলেন। এছাড়া গাড়ি চালক প্রদীপ দাসেরও প্রাণ গেছে এই দুর্ঘটনায়। তারা সবাই কান্দির বাসিন্দা ছিলেন। কান্দি থেকে দিঘায় যাচ্ছিলেন তারা।

প্রাথমিক তদন্তে মারিশদার পুলিশ বলছে, দুর্ঘটনার সময় বাসটির গতি ছিল ৮০ থেকে ৯০ কিলোমিটারে। আর ওই দুই গাড়ির গতি বেশি থাকার কারণে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ লাগে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।