ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রেক্সিট আইন অনুমোদন দিলেন রানি এলিজাবেথ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, জুন ২৬, ২০১৮
ব্রেক্সিট আইন অনুমোদন দিলেন রানি এলিজাবেথ ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রেক্সিট আইন অনুমোদন দিয়েছেন ব্রিটেনের রানি এলিজাবেথ। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশটির ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ বাতিল হয়ে যাবে।

মঙ্গলবার (২৬ জুন) ব্রেক্সিট ইস্যুতে রাজকীয় এ সম্মতি দেন ব্রিটেন রানি।  

সম্প্রতি ব্রিটেনে বেশ কিছুদিন ধরে ব্রেক্সিট আইন নিয়ে আলোচনা চলছিল।

হাউস অব কমন্সের স্পিকার জন বেরকাউ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, গত সপ্তাহে পার্লামেন্টে ‘ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ বিল’ পাস হয়েছে।

হাউসের এক অধিবেশনে স্পিকার জন বলেন, রয়্যাল অ্যাসেন্ট অ্যাক্ট ১৯৬৭ অনুসারে হাউসকে জানাচ্ছি, এ আইন অনুসারে রানি তার রাজকীয় সম্মতি দিয়েছেন। এতে করে ইউরোপীয় ইউনিয়ন প্রত্যাহার অ্যাক্ট ২০১৮ অনুমোদন পেল।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।