ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ফের বিজয়ী এরদোগান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৬, জুন ২৫, ২০১৮
ফের বিজয়ী এরদোগান প্রতীকী ছবি

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। বেসরকারি ফলাফলে এরদোগান প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররম ইনজে পেয়েছেন ৩১ শতাংশ ভোট।  

রোববার (২৪ জুন) তুরস্কে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রেসিডেন্টের পাশাপাশি  পার্লামেন্ট নির্বাচনেও এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

এরদোগান ২০১৪ সালে তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার আগে ১১ বছর দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। এই নির্বাচন আগামী বছরে হওয়ার কথা থাকলেও এক বছর আগেই এই নির্বাচন দেন এরদোগান। ২০১৬ সালে তার বিরুদ্ধে সংঘটিত এক ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে দেশটিতে জরুরি অবস্থা চলছে।
  
বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
টিআর/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।