ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বিমান হামলায় ৪৫ আইএস সদস্য নিহত, দাবি ইরাকের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, জুন ২৩, ২০১৮
বিমান হামলায় ৪৫ আইএস সদস্য নিহত, দাবি ইরাকের বিমান হামলায় বিধ্বস্ত সিরিয়ার পূর্বাঞ্চল

ঢাকা: সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ৪৫ জন ইসলামিক স্টেট (আইএস) সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইরাক। নিহতদের মধ্যে কয়েকজন আইএস’র জ্যেষ্ঠ নেতাও রয়েছেন বলে জানানো হয়েছে।

শনিবার (২৩ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এমনটা জানানো হয়েছে।  

খবরে বলা হয়, সিরিয়ার হাজিন শহরের তিনটি বাড়িকে লক্ষ্য করে এ হামলা চালায় ইরাকের সৈন্যবাহিনী।

বাড়িগুলোতে আইএস নেতারা বৈঠক করছিল বলে তাদের কাছে খবর ছিল।  

কর্মকর্তারা সংবাদমাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে আইএসের ডেপুটি ওয়ার মিনিস্টার, গণমাধ্যম প্রধান, পুলিশ প্রধান এবং নেতা আবু বাকার আল বাগদাদির ব্যক্তিগত দূত রয়েছেন।

সিরিয়ায় দেশটির সৈন্যবাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে আইএসের বিরুদ্ধে লড়ছে ইরাকি বাহিনী।  

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।