ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

করাচিতে নারীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৫, জুন ২২, ২০১৮
করাচিতে নারীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ প্রতীকী ছবি

পাকিস্তানের করাচিতে ২১ বছরের এক নারীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ উঠেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (২১ জুন) সন্ধ্যায় গুলশা-ই-হাদিদের কাছে এ ঘটনা ঘটে।  

জানা যায়, ওই নারী তার পরিবারের সদস্যদের সঙ্গে একটি পার্কের সামনে দাঁড়িয়েছিলেন।

তখন তিন যুবক গাড়িতে করে এসে বন্দুকের ভয় দেখিয়ে তাকে অপহরণ করে।  

ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তা আবিদ হুসাইন কোয়াইমখানি বিষয়টি নিশ্চিত করে বলেন, মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঘটনার পর দু’জন সন্দেভাজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ওই নারীর বাবা তাদের এক প্রতিবেশীকে সন্দেহ করছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুন ২২, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।