ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দূর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘ড্যানিয়েল’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৭, আগস্ট ২৮, ২০১০
দূর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘ড্যানিয়েল’

মিয়ামি: আটলান্টিক মহাসাগরে সৃষ্ট মৌসুমের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েল দূর্বল হয়ে পড়েছে। শনিবার এটি দুই মাত্রার ঝড়ে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।

মিয়ামি ভিত্তিক ঘুর্ণিঝড় কেন্দ্রটি জানায়, ঝড়টি বারমুডা থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থান করছে। এর গতিবেগ প্রতি ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।

জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে জানানো হয়, ড্যানিয়েল বারমুডায় উত্তর-পশ্চিম দিক দিয়ে শনিবার রাতে অতিক্রম করতে পারে।

আশঙ্কা করা হচ্ছে ঘূণিঝড়টি যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে তেল খনির জন্য হুমকির কারণ হতে পারে।

এদিকে আর্ল নামের আরেকটি ঘূর্ণিঝড় লিওয়ার্ড দ্বীপপুঞ্জ থেকে দুই হাজার চারশ ৫৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। পশ্চিম দিকে এটি ঘণ্টাপ্রতি ২৮ কিলোমিটার বেগে এগিয়ে আসছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।