ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মস্কোতে ফুটপাতে ট্যাক্সি, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৪, জুন ১৭, ২০১৮
মস্কোতে ফুটপাতে ট্যাক্সি, আহত ৮ সংগৃহীত ছবি

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি ট্যাক্সি ফুটপাতে উঠে পথচারীদের ধাক্কা দিলে আটজন আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজন বিশ্বকাপ ফুটবলে ম্যাক্সিকো দলের সমর্থক।

সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, ট্যাক্সিটি যানজটে আটকে ছিলো।

আগে যাওয়ার জন্য চালক ট্যাক্সিটি ফুটপাতে তুলে দেয়।

এ ঘটনার পরে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী চালকের বাড়ি কিরগিজস্তানে। তাকে পুলিশ কাস্টেডিতে নেওয়া হয়েছে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।