ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ২৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, জুন ১৬, ২০১৮
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ২৬ জন নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলের শহর নানগরহরে একটি গাড়ি বোমা বিস্ফোরণে ২৬ জন নিহত হয়েছেন।

শনিবার (১৬ জুন) এ হামলা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

এদিকে, তালেবান ও আফগান আর্মড ফোর্সের সদস্যরা ঘটনাস্থলের পাশেই অবস্থান করছিলেন বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

নানগরহর প্রদেশ সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগয়ানি বোমা হামলার ঘটনা নিশ্চিত করেছেন।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আমাদের ফ্রন্টলাইনের কাছেই ঘটনাটি ঘটেছে। আমাদের কিছু সদস্য সেখানে ঈদ উদযাপন করতে গিয়েছিলেন। তারাও আহত হয়েছেন।

এর আগে ঈদ উপলক্ষে আফগান সরকার ও তালেবান যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।