ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে মিলেছে ৪ মরদেহ, উদ্ধার ৯শ অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, জুন ১৬, ২০১৮
ভূমধ্যসাগরে মিলেছে ৪ মরদেহ, উদ্ধার ৯শ অভিবাসী অভিবাসীবোঝাই জাহাজ।

ভূমধ্যসাগরে দু’দিনে কমপক্ষে ৯৩৩ জন অভিবাসী ও চারটি মরদেহ উদ্ধার করেছেন স্পেনের কোস্টগার্ড সদস্যরা।

 

শুক্রবারে (১৫ জুন) ও শনিবার (১৬ জুন) অভিবাসীদের উদ্ধার করা হয়।

ইউরোপীয় ইউনিয়ন বর্ডার এজেন্সি জানায়, স্পেনে পালিয়ে আসা অভিবাসীর সংখ্যা বাড়ছে।

গতবছরে অভিবাসী প্রবেশের সংখ্যা ছিলো দ্বিগুণ।

এই সংস্থা আশঙ্কা করছে, দেশটির অভিবাসন নীতির কারণে এবছর অভিবাসীর সংখ্যা আরও বাড়তে পারে।

ম্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন অনুকূল পদক্ষেপ নিচ্ছেন। নথিভুক্ত নয় এমন অভিবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবার অঙ্গীকারও করেছেন স্পেনের প্রধানমন্ত্রী।

কোস্টগার্ড এক টুইট বার্তায় জানিয়েছে, জিব্রাল্টার প্রণালীতে তারা প্রায় ৬০টি ডিঙি নৌকা থেকে চারটি মরদেহ ও ৫০৭ জন অভিবাসীকে উদ্ধার করেছেন। অন্য অভিবাসীদের দক্ষিণপূর্ব স্পেন ও উত্তরপশ্চিম মরক্কো অংশে উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
এএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।