ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নির্বাচনের অনুমতি পেলেন নির্বাসিত জেনারেল মোশাররফ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, জুন ৮, ২০১৮
নির্বাচনের অনুমতি পেলেন নির্বাসিত জেনারেল মোশাররফ  জেনারেল পারভেজ মোশাররফ

পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফকে শর্তসাপেক্ষে সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। 

বৃহস্পতিবার (৭ জুন) প্রধান বিচারপতি সাকিব নিসার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।

২০১৬ সাল থেকে দুবাইয়ে নির্বাসিত ৭৪ বছর বয়সী মোশাররফকে ২৫ জুলাইয়ের নির্বাচনে অংশ নিতে হলে ১৩ জুনের মধ্যে কোর্টে হাজিরা দিতে হবে।

এটাই কোর্টের শর্ত। তবে কোর্ট এ নিশ্চয়তা দিয়েছে যে, হাজিরা দিতে এলে তাকে গ্রেফতার করা হবে না।

২০১৩ সালে পেশোয়ার হাইকোর্ট মোশাররফকে নির্বাচনের অংশ নেওয়ার জন্য আজীবন নিষেধাজ্ঞার রিভিউ পিটিশন স্থগিত করেন।

২০১৬ সাল থেকে অল মুসলিম লিগ প্রধান জেনারেল মোশাররফ দুবাইয়ে বসবাস করছেন।

তবে কোর্ট অনুমতি দিলেও পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের পাসপোর্ট, আইডি কার্ড ব্লক করা। কোনো দেশেই বৈধভাবে তার যাওয়ার উপায় নেই। রায়ের পর তিনি কীভাবে নিজদেশে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, জুন ০৮, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।