ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

উগান্ডায় বাস দুর্ঘটনায় ৩ শিশুসহ নিহত ২২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, মে ২৬, ২০১৮
উগান্ডায় বাস দুর্ঘটনায় ৩ শিশুসহ নিহত ২২ উগান্ডার মানচিত্র

ঢাকা: আফ্রিকান রাষ্ট্র উগান্ডায় বাস দুর্ঘটনায় তিন শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৫ মে) দিনগত রাতে উগান্ডার রাজধানী কাম্পালার ২২০ কিলোমিটার উত্তরে কিরিয়ানদোঙ্গো নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (২৬ মে) স্থানীয় পুলিশ বিভাগের মুখপাত্র এমিলিয়ান কাইমা আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে জানান, একটি বাস হেড লাইট ছাড়াই চলার সময় প্রথমে একটি ট্রাক্টর এবং পরে একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

 

আরও বলা হয়, হতাহতদের উদ্ধারে কর্তৃপক্ষ অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কিছু স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়, নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে।

বিভিন্ন জরিপ সংস্থার মতে, বিশ্বের সবচেয়েয় অনিরাপদ সড়ক ব্যবস্থার মধ্যে উগান্ডা অন্যতম। সরকারি হিসাব অনুযায়ী, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় দেশটিতে সাড়ে নয় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।