ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বারিসান ন্যাশনালের শীর্ষপদ ছাড়লেন নাজিব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৯, মে ১৩, ২০১৮
বারিসান ন্যাশনালের শীর্ষপদ ছাড়লেন নাজিব সদ্য সাবেক মালয়েশিয়ার নাজিব তুন রাজাক। ছবি: সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে বিশাল পরাজয়ের দায় নিয়ে বারিসান ন্যাশনাল'র সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দ্য স্টার অনলাইন এ খবর প্রকাশ করেছে।

দলের শীর্ষ নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে রাজাক বলেন,আমি দ্য ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) এর প্রেসিডেন্ট এবং বারিসান ন্যাশনাল'র এর সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছি।  

ইউএমএনও হচ্ছে জোটের প্রধান দল।

 

ইউএমএনও পলিটিক্যাল ব্যুরো মিটিংয়ে ইউএমএনও প্রেসিডেন্ট হিসেবে ডাতুকে সেরী ড. আহমদ জাহিদ হামিদীর নাম ঘোষণা করেন রাজাক। ইউএমএনও'র সহ-সভাপতি ডাতুক সিরী হিশামউদ্দীন হুসেনকে বারিসানের ডেপুটি চেয়ারম্যান ঘোষণা করা হয় এসময়।

শীর্ষ পদ ছাড়লেও দলের সঙ্গে থেকে দলকে সব ধরনের সহযোগিতা করার আশা প্রকাশ করেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।