ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নথি পাচারের শঙ্কায় নাজিবের আত্মীয়ের বাসায় তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, মে ১২, ২০১৮
নথি পাচারের শঙ্কায় নাজিবের আত্মীয়ের বাসায় তল্লাশি নাজিব রাজাক

ঢাকা: ক্ষমতা হারানোর পর দুর্নীতির অভিযোগের তীর মালয়েশিয়ার সদ্য পরাজিত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে। এরই মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রী ও তার স্ত্রী রোশমা মানসুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

অভিবাসন বিভাগের এমন ঘোষণার পর শনিবার (১২ মে) আরেক দুঃসংবাদ আসে নাজিবের জন্য। তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে এক বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগ উঠেছে।

তাই গুরুত্বপূর্ণ সব নথি পাচার করতে পারে এমন শঙ্কার ভিত্তিতে কুয়ালালামপুরে তার এক আত্মীয়ের বাসায় অভিযান চালিয়েছে দেশটির পুলিশ বাহিনী।
 
মালয়েশিয়া পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির স্টার অনলাইনে এ খবর প্রকাশ পায়। সেখানে বলা হয়, একটি সরকারি গাড়ি, হাতব্যাগসহ বিভিন্নভাবে কয়েক ডজন বাক্স সরবরাহ করা হচ্ছিল। সেসব বাক্সে গুরুত্বপূর্ণ কোনো নথি থাকতে পারে।
 
বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এসএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।