ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জেগেছে ‘মিরাপি’, নিরাপদ আশ্রয়ের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২০, মে ১১, ২০১৮
ইন্দোনেশিয়ায় জেগেছে ‘মিরাপি’, নিরাপদ আশ্রয়ের নির্দেশ জেগে উঠেছে মাউন্ট মিরাপি, আকাশে উড়ছে ধোঁয়া

ইন্দোনেশিয়ার জাভা উপদ্বীপে জেগে উঠেছে মাউন্ট মিরাপি। আগ্নেয়গিরিটি থেকে নির্গত ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে বন্ধ করে দেওয়া হয়েছে একটি বিমানবন্দর।

ক্ষয়ক্ষতি এড়াতে আগ্নেয়গিরিটির ৩ কিলোমিটার এলাকায় অবস্থানকারীদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

১৮ হাজার ফুট দীর্ঘ আগ্নেয়গিরিটি এর আগে ২০১০ সালের জেগে উঠে।

এর লাভায় সে সময় অন্তত সাড়ে তিনশ’ মানুষের প্রাণহানি হয়।

সুতোপো পুরো নুগরাহো নামে এক মুখপাত্র জানিয়েছেন, এরইমধ্যে ১২০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে আগ্নেয়গিরিটির নিকটবর্তী সবচেয়ে বড় শহর যোগিকার্তা প্লেন চলাচল বিঘ্ন ঘটার আশঙ্কায় একমাত্র বিমানবন্দরটি বন্ধ করে দিয়েছে।

আগ্নেয়গিরিটি ফের জেগে ওঠায় এর ভয়াবহতা কি মাত্রায় ছড়িয়ে পড়তে পারে তার বিস্তারিত প্রাথমিক জানা যায়নি। তবে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।