ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলে রকেট হামলা চালালো ইরান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৯, মে ১০, ২০১৮
ইসরায়েলে রকেট হামলা চালালো ইরান ইসরায়েলের গোলান হেইটসে ইরানের রকেট হামলা (সংগৃহীত ছবি)

ইসরায়েলের দখল করা গোলান হেইটসে ইরান রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

বুধবার (৯ মে) রাতে কমপক্ষে ২০টি রকেট হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।  

ইসরায়েলের সেনাবাহিনী এসব রকেটের বেশ কয়েকটি ভূপাতিত করেছে বলে দাবি জানিয়েছে।

   

ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস জানান, সিরিয়া থেকে ইরান এই হামলা চালিয়েছে। হামলায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। এই হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

এই হামলার জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।  

গেলান হাইটসে রকেট হামলার পর ইসরায়েল সেনাবাহিনী সতর্কতা জোরদার করেছে।  

অন্যদিকে, সিরিয়া জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মে ১০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।