ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সামরিক প্লেন দুর্ঘটনায় নিহত ৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, মে ২, ২০১৮
যুক্তরাষ্ট্রে সামরিক প্লেন দুর্ঘটনায় নিহত ৯ দুর্ঘটনা কবলিত প্লেনটি-ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের জর্জিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক পণ্যবাহী প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জন মারা গেছেন।

বুধবার (২ মে) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উপকূলীয় শহর সাভানাহের স্থানীয় এয়ারপোর্টের কাছে মহাসড়কের পার্শ্ববর্তী সমতলভূমিতে এ দুর্ঘটনা ঘটে।

কার্গো প্লেনটি পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ডের ছিল।

এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল বলে দেশটির ন্যাশনাল গার্ড দাবি করছে।
 
সোশ্যাল মিডিয়ায় ছবিতে দেখা যাচ্ছে, বিধ্বস্ত প্লেনটিতে আগুন জ্বলছে এবং আকাশে কালো ধোঁয়া উড়ছে।
 
জর্জিয়া এয়ার ন্যাশনাল গার্ডের ক্যাপ্টেন জেফরি বেজোর এক বিবৃতিতে বলেন, প্লেনটিতে ওই নয়জনই ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, মে ২, ২০১৮
এমআইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।