ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

তাইওয়ানে কারখানায় আগুনে ৫ দমকলকর্মীসহ ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, এপ্রিল ২৯, ২০১৮
তাইওয়ানে কারখানায় আগুনে ৫ দমকলকর্মীসহ ৭ জন নিহত কারখানায় আগুন। ছবি: সংগৃহীত

ঢাকা: তাইওয়ানের উত্তরাঞ্চলের একটি ইলেকট্রনিক্স কারখানায় আগুন লেগে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীসহ সাতজন নিহত হয়েছেন।

শনিবার (২৮ এপ্রিল) বিকেলে তাইওয়ান শহরের একটি শিল্পাঞ্চলে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে আটকে পড়া শ্রমিক উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ করতে কারখানার ভেতরে গিয়ে পাঁচ ফায়ার সার্ভিস কর্মী পুড়ে মারা যান।

মারা যান কারখানায় নিয়োজিত থাইল্যান্ডের দুই শ্রমিকও।

এদিকে, কারখানার ভেতরে আটকে আরও সাত ফায়ার সার্ভিস কর্মী আহত হন। যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিস জানায়, কারখানার আগুন নেভাতে কয়েকটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে কারখানার ভেতরে শ্রমিকের খোঁজ নিতে গিয়ে আটকা পড়েন ওই সাত ফায়ার সার্ভিস কর্মী। এখান থেকে দুইজন ফিরে আসতে পারলেও বাকি পাঁচজন প্রাণ হারান।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।