ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় চীনের পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩০ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৫, এপ্রিল ২৩, ২০১৮
উত্তর কোরিয়ায় চীনের পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩০  ফাইল ছবি

উত্তর কোরিয়ায় চীনের পর্যটকবাহী বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রোববার (২৩ এপ্রিল) রাতে চীনের উত্তর হাওয়াংয়ে প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।  

জানা গেছে, চীনের রাজধানী বেইজিং থেকে পর্যটক নিয়ে বাসটি উত্তর কোরিয়া যায়।

বাসটি একটি ব্রিজ থেকে নিচে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।  

এ দুর্ঘটনার পর দুই দেশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

চীনের নিউজ এজেন্সি সিজিটিএন সোমবার (২৩ এপ্রিল) সকালে এ দুর্ঘটনার ৩০ জন নিহত হয়েছেন বলে টুইট করে। পরে তারা টুইটটি মুছে দেয়।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।