ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৩, এপ্রিল ১০, ২০১৮
মহারাষ্ট্রে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮, আহত ১৪ দুর্ঘটনাকবলিত ট্রাক/ছবি- সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের পুনে-সাতার মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা ব্যারিকেডে ধাক্কা দিলে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১৪ জন।

মঙ্গলবার (১০ এপ্রিল) সকালের এ দুর্ঘটনায় হতাহতরা অধিকাংশই নির্মাণ শ্রমিক। ছোট ট্রাকটিতে করে তারা সাতারা থেকে পুনের দিকে যাচ্ছিলেন।

প্রাথমিক রিপোর্টে ধারণা করা হচ্ছে, নিহতরা কর্ণাটকের বাসিন্দা। আহতদের খান্দাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ইন্সপেক্টর রানদিভ জানান, দুর্ঘটনাস্থলে একটি ঢাল রয়েছে। বাঁক নিতে গিয়ে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারাতে পারেন। এতে ট্রাকটি মূল সড়ক থেকে ৮-১০ ফুট নিচে পড়ে যায়।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।