ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজারে বোকো হারামের হামলায় ৩২ সৈন্য নিহত

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, জুন ৪, ২০১৬
নাইজারে বোকো হারামের হামলায় ৩২ সৈন্য নিহত

ঢাকা: নাইজার ও নাইজেরিয়া সীমান্তে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় ৩২ সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৭ জন।

 

শুক্রবার (৩ জুন) রাতে নাইজারের বোসো এলাকায় জোটবদ্ধ সেনাবাহিনীর একটি তাঁবুতে হামলা চালায় শতাধিক জঙ্গি। শনিবার (৪ জুন) নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ খবর জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জঙ্গিদের অতর্কিত হামলায় তাঁবুতে থাকা নাইজার ও নাইজেরিয়ার সেনাবাহিনীর ৩২ জন সৈন্য নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জন নাইজেরিয়ার। বাকি সবাই নাইজারের।

বোকো হারাম দমনে ওই অঞ্চলে জোটবদ্ধ হয়ে লড়াই করছে নাইজার ও নাইজেরিয়ার সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ