ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

টেক্সাসে প্রবল বন্যায় নিহত ৫, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, এপ্রিল ১৯, ২০১৬
টেক্সাসে প্রবল বন্যায় নিহত ৫, জরুরি অবস্থা জারি ছবি: সংগ্রহীত

ঢাকা: টেক্সাসের হিউস্টনে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

প্রবল বন্যা মোকাবেলায় সেখানে জরুরি অবস্থা জারি করেছে মার্কিন প্রশাসন।

হিউস্টনের পশ্চিমে, হ্যারিস, ওয়ালার কাউন্টিতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। আকস্মিক বন্যার তোড়ে গাড়ি ভেসে যাওয়ার ঘটনাতেই এসব প্রাণহানির বেশিরভাগ হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে স্থানীয় জরুরি বিভাগ সূত্র।

বন্যায় ভেসে গেছে বহু বাড়িঘর। এর মধ্যে প্রায় এক হাজার ঘরবাড়ি হ্যারিস কাউন্টির। ইতোমধ্যেই সেখানে স্কুল, কলেজ, সরকারি দফতরগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

বন্যাকবলিত অনেক জায়গাতেই বাড়িঘরে আটকে পড়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধার কর্মীরা। তবে প্রাণহানির ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬

আরএইচএস/অারআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।