ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র সফরে নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, সেপ্টেম্বর ২৪, ২০১৫
যুক্তরাষ্ট্র সফরে নরেন্দ্র মোদি ছবি : সংগৃহীত

ঢাকা: জাতিসংঘের একটি সম্মেলনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচদিনের সফরে যুক্তরাষ্ট্র গিয়ে পৌঁছেছেন।

টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘের ওই সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্ক পৌঁছান মোদি।



সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্র পৌঁছানোর আগে আয়ারল্যান্ডে পাঁচঘণ্টার যাত্রাবিরতি দেন মোদি। সেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।