ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কারাবন্দি আল জাজিরার দুই সাংবাদিককে ‘ক্ষমা’ করলেন সিসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, সেপ্টেম্বর ২৩, ২০১৫
কারাবন্দি আল জাজিরার দুই সাংবাদিককে ‘ক্ষমা’ করলেন সিসি

ঢাকা: মিশরের কারাগারে দণ্ডভোগরত আল জাজিরার দুই সাংবাদিককে ‘ক্ষমা’ করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ সিসি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দুই সাংবাদিক মোহাম্মদ ফাহমি এবং বাহের মোহাম্মদসহ একশ’ জন বন্দিকে মুক্তি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মিশরের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র আলা ইউসেফ।

এর আগে নিজের ফেসবুক পেজে একশ’ জন বন্দিকে ক্ষমা করার ঘোষণা দিয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট সিসি।

গত আগস্ট মাসে কানাডীয় নাগরিক ফাহমি, মিশরীয় মোহাম্মদ এবং অস্ট্রেলিয়ার পিটার গ্রেস্টকে ‘সন্ত্রাসী’ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন বছরের কারাদণ্ড দিয়েছিলো কায়রোর একটি আদালত। তবে আগেই জামিনে মুক্তি পাওয়ায় গ্রেস্টের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করে আদালত।

মিশরের প্রেসিডেন্ট মুরসির ক্ষমতাচ্যুতির পর সামরিক শাসন বিরোধী গণআন্দোলনের সময় দায়িত্বপালনরত অবস্থায় গ্রেফতার হন এই সাংবাদিকরা। ২০১৪ সালে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। একই অভিযোগে আল জাজিরার আরও ছয় সাংবাদিককে তাদের অনুপস্থিতিতে দশ বছরের সাজা দেয় মিশরের আদালত।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।