ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কাবা পরিষ্কার করেন বাদশাহ সালমান (ভিডিওসহ)

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, সেপ্টেম্বর ২২, ২০১৫
কাবা পরিষ্কার করেন বাদশাহ সালমান (ভিডিওসহ) ছবি: সংগৃহীত

ঢাকা: তিনি মুসলিম বিশ্বের প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। মক্কায় পবিত্র মসজিদ আল হারাম (গ্র্যান্ড মসজিদ) ও মদিনায় পবিত্র মসজিদ-ই-নববীর তত্ত্বাবধায়ক তিনি।



বলা হচ্ছে, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবুদল আজিজ আল সৌদের কথা। সম্প্রতি তাকেই পবিত্র কাবা শরিফ পরিষ্কার করতে দেখা গেছে। এই দৃশ্যের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে অনলাইনে।

ভিডিওটিতে দেখা যায়, সহাস্যে বাদশাহ সালমান সঙ্গীদের সঙ্গে কথা বলতে বলতে পবিত্র কাবায় প্রবেশ করছেন। সেখানে নামাজ আদায় শেষে তিনি কাবার দেয়াল পরিষ্কার করছেন।

 

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।