ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আরব আমিরাতের প্রধানমন্ত্রীর বড়ছেলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, সেপ্টেম্বর ১৯, ২০১৫
আরব আমিরাতের প্রধানমন্ত্রীর বড়ছেলের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের বড় ছেলে শেখ রশিদ মারা গেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুবাইয়ের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ডব্লিউএএম এ তথ্য জানিয়েছে।

এ ঘটনায় তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে দুবাই।

শনিবার স্থানীয় সময় সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেখ রশিদের মৃত্যু হয় বলে খবরে জানায় সংবাদসংস্থাটি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।

শেখ রশিদের মৃত্যুতে এখন দুবাইয়ের যুবরাজ হলেন তার ছোটভাই শেখ হামদান।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।