ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

এবার সীমান্ত বন্ধ করলো অস্ট্রিয়া

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪১, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এবার সীমান্ত বন্ধ করলো অস্ট্রিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রমবর্ধমান শরণার্থী স্রোত ঠেকাতে এবার সীমান্ত বন্ধ করলো অস্ট্রিয়া। এর আগে হাঙ্গেরি এই স্রোতে ভাটা দেখতে কঠোর আইন প্রয়োগ শুরু করে।



মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টা) হাঙ্গেরি সংলগ্ন সীমান্ত বন্ধ করে দেয় অস্ট্রিয়া। ধীরে ধীরে দেশটির অন্যান্য সীমান্তও বন্ধ করে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে জরুরি অবস্থা জারি করে সার্বিয়া সংলগ্ন সীমান্ত বন্ধ করে দেয় হাঙ্গেরি। সেই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বা অতিক্রম করলে পুলিশ আটক করতে পারবে- এ সংক্রান্ত একটি আইনও প্রয়োগ শুরু করে দেশটি।

হাঙ্গেরি পুলিশ জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় প্রায় এক লাখ অভিবাসন প্রত্যাশীকে এরই মধ্যে আটক করা হয়েছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, সার্বিয়ায় কোনো যুদ্ধ বা অস্থিরতা চলছে না। আশ্রয় হিসেবে ওই দেশটিও নিরাপদ। কাজেই সার্বিয়া থেকে যদি কোনো অভিবাসন প্রত্যাশী হাঙ্গেরিতে প্রবেশের অনুমতি চায়, তাহলে তার আবেদন প্রত্যাখ্যান করা হবে।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।