ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর ফের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪১, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর ফের হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি প্রতিবাদকারীরা সেখানে নাশকতার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলে এ হামলা পরিচালনা করা হয়।



মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হামলার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা মসজিদের ছাদে অবস্থান নিয়েছে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে।

এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) ও সোমবারও (১৪ সেপ্টেম্বর) হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালান আল আকসা চত্বরে দু’টি মুসলিম সংগঠনের কর্মীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ‍ফিলিস্তিনে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরএইচ

** আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।