ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, আগস্ট ১৫, ২০১৫
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৪০ জনের মৃত্যু ছবি : সংগৃহীত

ঢাকা: ভূমধ্যসাগরে নৌকা‍ডুবির ঘটনায় অন্তত ৪০ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। কখন এ ঘটনা ঘটেছে তা উল্লেখ না করে শনিবার (১৫ আগস্ট) এক টুইট বার্তায় সংবাদটি জানিয়েছে ইতালির নৌবাহিনী।

এতে আরও বলা হয়, উদ্ধার কার্যক্রম চলছে। কয়েকজন অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যমতে, ইতালি ও গ্রিসের উপকূল থেকে দিনে এক হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।