ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

এমএইচ-১৭ বিমান বিধ্বস্ত

অপরাধ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবে রাশিয়ার ভেটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৪, জুলাই ৩০, ২০১৫
অপরাধ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবে রাশিয়ার ভেটো ছবি: সংগৃহীত

ঢাকা: ইউক্রেনের আকাশসীমায় বহুল আলোচিত এমএইচ-১৭ বিমান বিধ্বস্ত হওয়ায় ঘটনা তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।

বুধবার (২৯ জুলাই) জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উত্থাপন করা ওই খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের ১১ সদস্য রাষ্ট্র।

ভোটদানে বিরত থাকে চীন, ভেনেজুয়েলা ও অ্যাঙ্গোলা। খবর: আল-জাজিরা ও বিবিসির।

এমএইচ-১৭ নামে ওই মালয়েশিয়ান বিমানটি আমস্টারডাম থেকে যাত্রী নিয়ে কুয়ালালামপুরে যাচ্ছিল। পথে ইউক্রেনের আকাশ সীমানায় ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে এর ২৯৮ যাত্রীর সবাই মারা যায়।

রাশিয়াপন্থি ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী একটি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র চালিয়ে বিমানটি ভূপাতিত করেনি বলে দাবি করে আসছে।

তবে যুক্তরাষ্ট্রহ পশ্চিমা দেশগুলোর দাবি, রাশিয়ার সরবারহ করা মিসাইলের আঘাতেই ওই বিমানটি বিধ্বস্ত হয়।

এরআগে ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব উত্থাপনে জাতিসংঘের সবুজ সংকেত পায় যুক্তরাষ্ট্র। বিষয়টিকে ‘বালখিল্য’ বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।