ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দ. কোরিয়াকে মার্স মুক্ত ঘোষণা সরকারের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, জুলাই ২৮, ২০১৫
দ. কোরিয়াকে মার্স মুক্ত ঘোষণা সরকারের প্রধামন্ত্রী হং কিও-আন

ঢাকা: দক্ষিণ কোরিয়াকে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) মুক্ত ঘোষণা করেছেন দেশটির প্রধামন্ত্রী হং কিও-আন।

গত ২৩ দিনের মধ্যে নতুন কোনো মার্স সংক্রমিত রোগী সনাক্ত হয়নি জানিয়ে ইয়োনহাপ সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন।



তিনি বলেন, জনতা এখন ‘মার্স আতঙ্ক’ থেকে মুক্ত। গত ৪ জুলাই মার্স আক্রান্ত শেষ রোগী সনাক্ত হয়েছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, এখনও মার্স মুক্ত নয় দক্ষিণ কোরিয়া। আনুষ্ঠানিক ঘোষণা আসতে আরও অন্তত ৫ দিন অপেক্ষা করতে হবে দেশটির জনগণের।

ম্যানিলায় ডব্লিউএইচও’র এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, ২৮ দিন পর্যন্ত কোনো নতুন রোগী সনাক্ত না হলে তবেই দেশটিকে এই মহামারী মুক্ত ঘোষণা করবে স্বাস্থ্য সংস্থাটি।

এদিকে, ডব্লিউএইচও’র কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত দেশে যাবতীয় সাবধানতা অবলম্বন করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কউন দুক-শিওল।

তিনি বলেন, দেশের বিমানবন্দরে কড়া নজরদারি অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য থেকে প্রচুর মানুষ এখনও দেশে আসছে। কাজেই এদের মধ্যে নতুন রোগী ঢুকে পড়া অসম্ভব কিছু না।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।