ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে বোমা হামলায় সৈন্যসহ নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, জুলাই ২২, ২০১৫
ইরাকে বোমা হামলায় সৈন্যসহ নিহত ২২ ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের মধ্যাঞ্চলীয় ফাল্লুজা শহরে দু’দফা আত্মঘাতী বোমা হামলায় সেনাবাহিনী ও স্থানীয় পপুলার মোবালাইজেশন ফোর্সেসের অন্তত ২২ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৪ জন।



বুধবার (২২ জুলাই) ফাল্লুজার পূর্বাঞ্চলীয় গ্রাম হারারিয়াতে দুই বাহিনীর দু’টি গাড়ি লক্ষ্য করে এ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

ইরাকি সরকারের মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, দু’টি হামলাই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) চালিয়েছে বলে দাবি করা হচ্ছে।

সংবাদমাধ্যম আরও বলছে, এই হামলা নিরাপত্তা বাহিনী ও আইএসের মধ্যে রামাদি ও ফাল্লুজা দখল নিয়ে সংঘর্ষেরই অংশ। তবে, আত্মঘাতী এই হামলার পর নিরাপত্তা বাহিনী কড়া জবাব দেবে বলেও জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।