ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, জুলাই ২২, ২০১৫
ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরায়েলি সেনা

ঢাকা: ফিলিস্তিনের পশ্চিম তীরে মোহাম্মদ আলাওনেহ (২২) নামে এক তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

বুধবার (২২ জুলাই) পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শহরের কাছে ইসরায়েলি সেনারা ‘অপরাধী গ্রেফতার’ অভিযানে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ শুরু হলে এ হত্যাকাণ্ড ঘটে।



ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, জেনিনের পশ্চিমে বিরকিন গ্রামে ইসরায়েলি সেনারা অভিযানে গেলে তাদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। এসময় মোহাম্মেদ আলাওনেহকে বুকে গুলি করা হয়। তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তৎক্ষণাৎ কোনো বক্তব্য দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। তবে, হত্যাকাণ্ডের পর পশ্চিম তীরে বিক্ষোভ শুরু হয়েছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।