ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গ্রিসের সঙ্গে চুক্তির ব্যাপারে একমত ইউরোজোন নেতারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, জুলাই ১৩, ২০১৫
গ্রিসের সঙ্গে চুক্তির ব্যাপারে একমত ইউরোজোন নেতারা ছবি: সংগৃহীত

ঢাকা: ধসে পড়া অর্থনীতিকে পুনরুদ্ধারে গ্রিসের সঙ্গে নতুন বেলআউট চুক্তি সম্পাদনের ব্যাপারে একমত হয়েছেন ইউরোজোন নেতারা।

সোমবার (১৩ জুলাই) ইউরোপীয় ইউনিয়ন প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।



বিবৃতিতে তিনি বলেন, ব্যাপক সংস্কার ও অর্থ সহায়তার মাধ্যমে গ্রিসের অর্থনীতিকে দাঁড় করাতে একমত হয়েছেন নেতারা।

ইউরোগ্রুপের প্রেসিডেন্ট জেরোয়েন ডিসেলবোয়েম বলেছেন, নতুন চুক্তির ব্যাপারে গ্রিক সংসদ ও ইউরোজোনের অন্যান্য সদস্য রাষ্ট্রের সংসদে অনুমোদন আসলেই পরবর্তী কার্যক্রম শুরু হবে।

নতুন চুক্তির শর্তাবলী প্রকাশ করা না হলেও জেরোয়েন জানিয়েছেন, এর মধ্যে গ্রিক ব্যাংকগুলোকে মূলধন সরবরাহের শর্ত রয়েছে।

চুক্তির ব্যাপারে ঘোষণা আসার পরপরই গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস বলেছেন, দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারে এই চুক্তিটি সম্ভাব্য সব পথগুলোর মধ্যে সেরা।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।