ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

প্যারিসের কাছে ১০ জনকে জিম্মি করেছে বন্দুকধারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, জুলাই ১৩, ২০১৫
প্যারিসের কাছে ১০ জনকে জিম্মি করেছে বন্দুকধারীরা ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে একটি কাপড়ের দোকানে ১০ জনকে জিম্মি করেছে বন্দুকধারীরা।

স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) দুই থেকে তিনজন বন্দুকধারী হটস-ডি-সিয়েনায় ভিলেনেভ-লা-গারেনে এলাকায় ‘প্রাইমার্ক’ কাপড়ের দোকানে ঢুকে প্রতিষ্ঠানটির ১০ কর্মীকে জিম্মি করে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।



প্যারিসের আঞ্চলিক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশের বিশেষ একটি বাহিনী কাপড়ের দোকানটি ঘেরাও করে রেখেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।