ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গ্রিসকে সরাসরি জ্বালানি সরবরাহ করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, জুলাই ১২, ২০১৫
গ্রিসকে সরাসরি জ্বালানি সরবরাহ করবে রাশিয়া

ঢাকা: অর্থনৈতিক ধসের হাত থেকে গ্রিসকে বাঁচাতে সেখানে সরাসরি জ্বালানি সরবরাহ করার চিন্তা করছে রাশিয়া।

রাশিয়ান শক্তিমন্ত্রী আরেক্সান্ডার নোভাকের বরাত দিয়ে রোববার (১২ জুলাই) এ সংবাদ প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম।



সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নোভাক বলেন, অর্থনীতিকে পুনরুদ্ধার করতে গ্রিস সরকারের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে রাশিয়া সবসময়ই প্রস্তুত। এরই ধারায় দেশটির শক্তিখাতে সহায়তা দেওয়ার চিন্তা করছে আমাদের সরকার।

তিনি আরও বলেন, আমরা স্বল্প সময়ের মধ্যে কিভাবে সরাসরি সেখানে জ্বালানি সরবারহ করতে পারি, সে বিষয়ে পরিকল্পনা হচ্ছে এখন।

কি ধরণের জ্বালানি সরবরাহ করা হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও নোভাক সাংবাদিকদের জানান, রাশিয়ার শক্তি মন্ত্রণালয় কয়েক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে গ্রিসের সঙ্গে একটি চুক্তিতে যাওয়ার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।