ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মুলতানে স্কুলের ছাদ ধসে ৯ শিশুসহ আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, মে ২৩, ২০১৫
মুলতানে স্কুলের ছাদ ধসে ৯ শিশুসহ আহত ১১

ঢাকা: পাকিস্তানের মুলতানে একটি স্কুলের ছাদ ধসে ৯ শিশু শিক্ষার্থী ও দুই শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপে আটকা পড়ে আরও ২৫ শিক্ষার্থী।



শনিবার (২৩ মে) মুলতানের বাসতি আলী ওয়ালা এলাকায় বেসরকারি এ স্কুলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকারী দল গিয়ে ধসে পড়া ছাদের ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে।

এছাড়া, আহতদের নিকটস্থ নিসটার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে ১৬ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনার পর স্কুল ভবন তত্ত্বাবধানে অবহেলার অভিযোগে প্রধান শিক্ষককে আটক করেছে মুলতান পুলিশ।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ২৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।