ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সলোমন দ্বীপপুঞ্জে পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, মে ২৩, ২০১৫
সলোমন দ্বীপপুঞ্জে পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্প

ঢাকা: সলোমন দ্বীপপুঞ্জে পরপর দু’টি শক্তিশালীয় ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা নেই বলে জানিয়েছে হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সেন্টার।



শনিবার (২৩ মে) স্থানীয় সময় সকালে দুই ঘণ্টা সময় ব্যবধানে ভূমিকম্প দু’টি আঘাত হানে। রিখটার স্কেলে এগুলোর মাত্রা ৬ দশমিক ৮ ছিল বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। তবে এই আঘাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রথম ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কিরাকিরা থেকে ২শ’ ৫ কিলোমিটার ও রাজধানী হোনিয়ারা থেকে ৪শ’ ৪৮ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরে। আর দ্বিতীয়টির কেন্দ্রস্থল ছিল কিরাকিরা থেকে ১শ’ ৫৯ কিলোমিটার দূরে।

গত কয়েক দিন থেকেই সলোমন দ্বীপপুঞ্জে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এগুলোর বেশিরভাগেরই মাত্রা রিখটার স্কেলে ৬ এর ওপরে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মে ২৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ