ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

লাশের গন্ধে ভারি হয়ে উঠেছে দোনেৎস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, জুলাই ২১, ২০১৪
লাশের গন্ধে ভারি হয়ে উঠেছে দোনেৎস্ক ছবি: সংগৃহীত

ইউক্রেনে মালয়েশীয় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার তিনদিন পর প্রায় ২০০টি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। গলিত-অর্ধগলিত মৃতদেহগুলো দোনেৎস্ক থেকে সরিয়ে হিমায়িত ট্রেনযোগে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।











এদিকে ঘটনাস্থলে পৌছেছে ডাচ ফরেনসিক বিশেষজ্ঞ দল। দুর্ঘটনায় নিহত ২৯৮ জন যাত্রীর মধ্যে নেদারল্যান্ডের ছিলেন ১৮৯ জন। লাশবাহী ট্রেন নিয়ে তারা আজ বিকেলেই ঘটনাস্থল ত্যাগ করবেন।





পশ্চিমারা এই হামলার জন্য রাশিয়াকে দুষছেন। তারা বলছেন, রাশিয়ার সমর্থনপুষ্ট বিদ্রোহীরা ইউক্রেনের উড়োজাহাজ ভেবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইউক্রেন সরকার রাশিয়ার দিকে আঙুল তোলার পাশাপাশি বিদ্রোহীরা লাশ নিয়ে যেতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে। ছবিতে সর্বশেষ পরিস্থিতি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।