ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহতের সংখ্যা ৫০১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, জুলাই ২১, ২০১৪
গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহতের সংখ্যা ৫০১

ঢাকা: ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংসতায় ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা পাঁচশ’ ছাড়িয়েছে। গত ৮ জুলাই হত্যাযজ্ঞ শুরুর পর সোমবার সকালে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৫০১।



গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আশরাফ আল-কিদরার উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, সোমবার সকালে খান ইউনিস শহরের একটি চূর্ণ বাড়ি থেকে অনেকগুলো লাশ বের করে আনেন উদ্ধারকর্মীরা। রাতে বাড়িটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে ইসরায়েলি যুদ্ধবিমান।

কিদরা জানান, ঘটনাস্থল থেকে ২০টি লাশ উদ্ধার করা হয় এবং আরও দুই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

রোববার বিকেলে এক জরুরি অধিবেশনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় বেসামরিক লোকের প্রাণহানির ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে এবং ‘জরুরিভিত্তিতে’ লড়াই বন্ধের আহ্বান জানায়।

সোমবার পর্যন্ত স্থানীয় সামরিক সংগঠন হামাসের হামলায় অন্তত ২০ ইসরায়েলি নিহত হয়েছে। এর মধ্যে রোববারই রক্তক্ষয়ী সংঘর্ষে ১৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

** ইসরাইলি সেনাকে বন্দি করেছে হামাস

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।